এনসিপি হলো কিংস পার্টি
এনসিপি হলো কিংস পার্টি। তারা রাজার দল । তারাই এখন আওয়ামী লীগের সাথে আঁতাত করে দল ভারী করছে । আবার তারাই বলছে আওয়ামী লীগ ব্যান (নিষিদ্ধ)। বিএনপি আওয়ামী লীগকে জায়গা দেয়ার পক্ষে না । আমরা হয়রানির শিকার। কারণ আমাদের নেতাকর্মীরাই গুম হয়েছে। আওয়ামী লীগকে আমরা দিতে ছাড় রাজি না।